বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ইরানে সুপ্রিম কোর্টে ২ বিচারককে গুলি করে হত্যা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:২৪ এএম

ইরানের সুপ্রিম কোর্ট ভবনে আততায়ীর গুলিতে দুই বিচারপতি নিহত হয়েছেন। শনিবার ইরানের রাজধানী তেহরানে বন্দুকধারীর হামলায় তারা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, হামলায় সুপ্রিম কোর্টের তিন বিচারককে লক্ষ্য করা হয়েছিল। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন এবং হামলাকারী আত্মহত্যা করেছেন। এ ছাড়া হামলায় আরো একজন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে।

মিজান নিহত দুই বিচারককে আলী রাজিনি ও মোহাম্মদ মোগিসেহ নামে চিহ্নিত করেছে। তারা ‘জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবিরোধী অপরাধ মোকাবেলায়’ কাজ করতেন। বিচারকদের হত্যার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

তবে মিজান জানিয়েছে, হামলাকারীর সঙ্গে সুপ্রিম কোর্টের কোনো মামলার সম্পর্ক ছিল না। হামলাকারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

৭১ বছর বয়সী অভিজ্ঞ বিচারক রাজিনি ইরানের বিচার বিভাগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং ১৯৯৮ সালে একটি হামলার শিকার হন। সেই সময় হামলাকারীরা তার গাড়িতে একটি চৌম্বক বোমা স্থাপন করেছিল বলে মিজান জানিয়েছে।

অন্যদিকে ৬৮ বছর বয়সী মোগিসেহকে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় আনে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, তিনি ‘অনেক অন্যায্য বিচার তদারকি করেছেন, যেখানে অভিযোগগুলোর প্রমাণ উপেক্ষা করা হয়েছিল।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত