প্রযুক্তি জগতের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ও ব্যবসায়ি ইলন মাস্ক। বিশ্বের এক নম্বর ধনকুবেরও তিনি। তার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে লাখো মানুষ। এবার নিজস্ব ‘এক্স’ প্ল্যাটফর্মে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন ধনকুবের এই প্রযুক্তি ব্যবসায়ী।
তবে চাকরি দেয়ার ক্ষেত্রে এবার চিরাচরিত রীতি থেকে বাইরে বেরিয়ে এসে নতুন দিক তুলে ধরলেন ইলন মাস্ক। প্রথাগত শিক্ষাব্যবস্থার বাইরে স্কুল কলেজের ডিগ্রী ছাড়াই চাকরি দেয়ার কথা জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোষ্টও দিয়েছেন ইলন মাস্ক।
পোস্টে মাস্ক লিখেছেন, ‘আপনি যদি একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন আর সবকিছুর জন্য অ্যাপটি তৈরি করতে চান, তাহলে আপনার সেরা কাজটি ই-মেইলে (code@x. com) পাঠিয়ে আমাদের সঙ্গে যোগ দিন। আপনি কোন স্কুলে গেছেন বা কোথায় পড়েছেন, তা আমরা চিন্তা করি না। আপনি স্কুলে গিয়েছিলেন কি না বা বড় কোনো প্রতিষ্ঠানে কাজ করেছেন, তা আমাদের চিন্তায় নেই। শুধু আমাদের কাছে আপনার কোড পাঠান।’
মাস্কের এই ঘোষণা প্রথাগত নিয়োগ প্রক্রিয়া থেকে সম্পূর্ণ আলাদা। তার মতে, একাডেমিক যোগ্যতা বা বড় প্রতিষ্ঠানের অভিজ্ঞতার চেয়ে প্রকৃত দক্ষতাই গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “কোডই এখানে সবকিছু বলে দিবে।”
প্রথাগত শিক্ষা নিয়ে এই প্রথমবার মাস্ক প্রশ্ন তুলেছেন তা নয়। ২০১৪ সালে তিনি বলেছিলেন কোনও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তার কাছে কোনও দরকারি বিষয় নয়। যে ব্যক্তির গুন থাকবে সে কোনও ডিগ্রিতে সীমাবদ্ধ হয়ে থাকবে না। সমস্যা সমাধানের দক্ষতা থাকলেই সেই ব্যক্তির দাম তার কাছে অনেক বেশি।
মাস্কের বর্তমান টার্গেট হল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেরা সফটওয়ার এবং হার্ডওয়ার ইঞ্জিনিয়ারকে তুলে নিয়ে আসা। এদের সকলকে নিয়ে এসে তিনি এমন একটি টিম তৈরি করতে চান যেখানে তিনি শুধু কোড নিয়ে রাজত্ব করবেন। ভবিষ্যতে তিনি সকলকে নিয়ে তার নতুন পরিকল্পনায় যোগ দিতে চান।
মাস্কের এই মন্তব্যের পরই বিশ্বজুড়ে ঝড় উঠেছে। অনেকে তার সমালোচনা করছেন আবার অনেকে একে সঠিক দিক হিসাবে বলছেন। তবে এসব কিছুর ধার ধারেন না তিনি। কোড নিয়ে মাস্ক বরাবরই চিন্তাশীল। আগামী বিশ্বকে তিনি কোডের মধ্যে বন্দি করে রাখতে চান। সেই কাজে গতি দিতেই এবার কোমর বেঁধে নেমেছেন এই প্রযুক্তি ব্যবসায়ী।