বিশ্বের সাবেক নাম্বার ওয়ান ও বর্তমান দ্বিতীয় বাছাই ইগা সোয়ানতেককে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন ১৯তম বাছাই যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী সোয়ানটেকের সঙ্গে ২ ঘন্টা ৩৫ মিনিটের তুমুল লড়াই শেষে ২-১ ব্যবধানে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন কিস।
প্রথম সেট ৭-৫ গেমে জিতে নিয়েছিলেন সোয়ানতেক। দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন করেন কিস, জেতেন ৬-১ গেমে। শেষ সেটে লড়াই ওঠে চরমে। উত্থান পতনের সেটটি গড়ায় টাইব্রেকে। সেখানে ৫-৭ পয়েন্টে পিছিয়ে থাকার পরও হাল ছাড়েননি কিস। ট্রাইব্রেকার জেতেন ১০-৮ পয়েন্টে।
টেনিস ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠে যারপরনাই বিস্মিত কিস বলেন, ‘হ্যাঁ, আমি এখন ফাইনালে। দ্বিতীয় সেট থেকে একটা মোমেন্টাম পেয়েছিলাম। শেষ সেটে ওটাই হাল না ছাড়ার পেছনে কাজ করেছে।’ ২০১৭ ইউএস ওপেনের ফাইনাল খেলা কিস শনিবার মুখোমুখি হবেন বর্তমান নাম্বার ওয়ান ও গত দুই আসরের চ্যাম্পিয়ন আরিনা সাবালেংকার।