সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সম্পর্ক স্বাভাবিক করতে চীন যাচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৯:১৭ পিএম

সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে রবিবার (২৬ জানুয়ারি) দু’দিনের সফরে বেইজিং যাচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি। ভারত ও চীনের মধ্যকার পররাষ্ট্র সচিব-উপমন্ত্রী বৈঠকে যোগ দিতে মিসরির এ সফর। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৬-২৭ জানুয়ারি বেইজিং সফর করবেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি। সফরে ২০২০ সালে দুই দেশের আন্তর্জাতিক সীমান্তে উভয় দেশের সেনাসদস্যদের সংঘর্ষের পর স্থবির হয়ে পড়া দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল বেইজিং সফর করেন এবং সীমান্ত বিরোধ নিয়ে বিশেষ প্রতিনিধি (এসআর) সংলাপের কাঠামোর অধীনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে আলোচনা করেন।

এর আগে গত ২৩ অক্টোবর কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকে সম্পর্ক পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মিসরি চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডংয়ের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে অচলাবস্থার শুরুর সময়ে ওয়েডং ভারতের রাষ্ট্রদূত ছিলেন। এশিয়ার প্রতিবেশীদের সঙ্গে চীনের সম্পর্কের দায়িত্বেও রয়েছেন তিনি।

গত মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের বেইজিং সফরে সীমান্ত বিরোধ নিয়ে বিশেষ প্রতিনিধি (এসআর) সংলাপ কাঠামোর অধীনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলোচনা করেন।

বৈঠকে ভারত সীমান্ত সমস্যা নিষ্পত্তির জন্য একটি ‘পারস্পরিক গ্রহণযোগ্য কাঠামোর’ ওপর জোর দিয়েছে। উভয় পক্ষ কৈলাস মানস সরোবরে উৎপত্তি আন্তঃসীমান্ত নদী এবং সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে তথ্য বিনিময়ের মতো সহযোগিতার ওপর জোর দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, সাম্প্রতিক আলোচনায় চীন ভিসা বিধিনিষেধ শিথিল এবং পুনরায় সরাসরি বিমান চলাচল শুরুর জন্য চাপ দিচ্ছে। তবে ভারত জাতীয় সুরক্ষার উদ্বেগকে প্রধান ইস্যু হিসেবে বিবেচনা করে প্রক্রিয়াটির দিকে এগিয়ে যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত