২০২৪ আইসিসি বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ভারতের আর্শদিপ সিং। ২৫ বছর বয়সী বাঁ-হাতি এই পেসার ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন।
গেল বছরে আর্শদিপ ১৮ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৩৬ উইকেট।
আর্শদিপের বোলিং গড় ছিল ১৫.৩১। ম্যাচে পাওয়ার প্লে এবং শেষ দিকে বল করেও ৭.৪৯ ইকোনোমি রেটে বছর শেষ করেছেন আর্শদিপ।
গেল বছর যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয় অঞ্চলে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আর্শদিপ নেন মোট ১৭ উইকেট। যা ছিল টুর্নামেন্ট যৌথভাবে সর্বোচ্চ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে মাত্র ২০ রান দিয়ে নেন ২ উইকেট। যখন ১২ বলে ২০ রান দরকার ছিল প্রোটিয়াদের, ইনিংসের ১৯তম ওভারে এসে আর্শদিপ দেন মাত্র ৪ রান।