বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এআই প্রযুক্তিনির্ভর গ্যালাক্সি এস২৫ স্মার্টফোন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৪ এএম

যুক্তরাষ্ট্রে সান জোসেতে গ্যালাক্সি এস২৫ সিরিজের আওতায় গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আলট্রা মডেলে স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং।

গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোন দেশের সব স্যামসাং শো-রুমে পাওয়া যাবে। নতুন সিরিজের স্মার্টফোন সত্যিকারের এআই সহকারী হিসেবে ব্যবহার করা যাবে। আর তাই এসব স্মার্টফোনকে বলা হচ্ছে স্মার্ট কম্প্যানিয়ন।

স্মার্টফোনগুলোয় ক্রস-অ্যাপ অ্যাকশন, ইন্টেলিজেন্ট মাল্টিমোডাল সার্চ, সার্কেল টু সার্চ, কল ট্রান্সক্রিপশন, ডকুমেন্ট সামারিসহ বেশ কিছু নতুন সুবিধাও যুক্ত করা হয়েছে। বাংলাদেশের  ক্রেতারা  আজ ২৯ জানুয়ারি থেকে ফোনের অর্ডার দিতে পারবেন।

গ্যালাক্সি এস২৫ সিরিজের আওতায় গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ প্লাস ও গ্যালাক্সি এস২৫ আলট্রা মডেলের তিনটি স্মার্টফোন রয়েছে। প্রতিটি মডেলের স্মার্টফোনেই ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। কিউএইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স পর্দার স্মার্টফোনগুলোর রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ফলে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখার পাশাপাশি উচ্চ গ্রাফিকসের গেম খেলা সম্ভব। ১ টেরাবাইট ধারণক্ষমতার স্মার্টফোনগুলোয় পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকা চার্জ নিয়ে চিন্তা করতে হবে না।

স্যামসাং এস২৫ সিরিজের স্মার্টফোনে অডিও ইরেজার নামের নতুন এআই টুলটি যুক্ত করা হয়েছে, যা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও থেকে অবাঞ্ছিত শব্দ দূর করা যাবে। আরেকটি আলোচিত ফিচার হচ্ছে ‘ওয়ান ইউআই ৭’। এ সুবিধা কাজে লাগিয়ে এআই সহকারীর মাধ্যমে বিভিন্ন কাজ করানো যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত