বড় আশা করে নেইমারকে দলে টেনেছিল সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল-হিলাল। কিন্তু দুই বছরে মাত্র ৭ ম্যাচেই তাকে মাঠে পায় ক্লাবটি। অবশেষে চলতি দলবদলে নেইমারকে ছেড়ে দিয়েছে তারা। এই শূন্যস্থান পূরণে এবার বার্সা তারকা রাফিনহার দিকে চোখে আল-হিলালের।
গত গ্রীষ্মেও রাফিনহাকে দলে টানার চেষ্টা করেছিলো ক্লাবটি। সেবার প্রস্তাব প্রত্যাখান করেছিলেন ২৮ বছর বয়সী এ ব্রাজিলিয়ান উইঙ্গার। কাতালান ক্লাবটির হয়ে ৩১ ম্যাচে ২৩ গোল আর ১১ অ্যাসিস্ট করে নিজেকে আরও প্রমাণ করেছেন রাফিনহা। তবে আল-হিলালের লোভনীয় প্রস্তাবের বিপক্ষে বার্সা টলেও যেতে পারে।
এমন একজন তারকাকে ধরে রাখতে চুক্তির মেয়াদ বাড়ানোর চিন্তা করছে বার্সেলোনা। ২০২৫ ক্লাব বিশ্বকাপে নিজেদের অবস্থান জানাতে এমন একজনকে খুঁজছে আল-হিলাল যিনি বিশ্বমঞ্চেও দলকে টেনে নিয়ে যেতে পারবেন। কোনো ভাবে আল-হিলাল যদি রাফিনহাকে না পায় তাহলে মোহামেদ সালাহ কিংবা বার্নার্দো সিলভার দিকে ঝুকতে পারার প্রবল সম্ভাবনা রয়েছে।