সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সান্তোসে আগে কত বেতন ছিল নেইমারের? বর্তমানেই বা কত?

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

টাকার পেছনে নেইমারের ছোটাছুটির কথা কারও অজানা নয়। টাকার জন্যই তিনি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন বলে অনেকের ধারণা। সেখান থেকেই তার ক্যারিয়ার চলে যায় পড়তির দিকে। সেই নেইমার এখন সৌদি ক্লাব ঘুরে ফিরেছেন নিজ দেশের ক্লাব সান্তোসে। সাও পাওলোর ক্লাবটিতে তার বেতনের তথ্য প্রকাশ করেছে ডেইলি মেইল।

ক্যারিয়ারের প্রারম্ভে ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসে ছিলেন নেইমার। সেই সময় তার মূল বেতন ছিল ৪০ হাজার ৬৮৩ পাউন্ড। কিন্তু নেইমার বিভিন্ন খাত থেকে মাসে প্রায় ৪ লাখ ২৯ হাজার ইউরো আয় করতেন। বার্সেলোনায় যাওয়ার আগে সান্তোসে পারফর্মেন্সের সৌজন্যে তিনি তিনবার ব্যালন ডি’অরের জন্য মনোনীত হয়েছিলেন (একবার বার্সেলোনার সঙ্গে যৌথভাবে)। ক্যারিয়ারের শেষবেলায় সেই নেইমার আবার ফিরলেন সান্তোসে।

সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি ছিল ১৩০ মিলিয়ন পাউন্ডের। কিন্তু ইনজুরির কারণে ক্লাবটির হয়ে সেভাবে তিনি খেলতেই পারেননি। সিংহভাগ সময় ছিলেন মাঠের বাইরে। এবার তিনি সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি করেছেন। তার মাসিক মূল বেতন ১ লাখ ৩৫ হাজার পাউন্ড বলে জানিয়েছে ডেইলি মেইল। ক্লাবের ধারণা, ডিজিটাল মিডিয়ার রমরমার ফলে বিজ্ঞাপনসহ নানা খাত থেকে নেইমারের আয় মাসে প্রায় ৮ লাখ ২০ হাজার পাউন্ডে গিয়ে ঠেকতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত