ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের প্রকাশ্য দিবালোকে কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। বিক্ষোভ মিছিলটি বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় হল পাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়। এখানেই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এ সময় তারা ‘দিয়েছি তো রক্ত- আরও দেব রক্ত', ‘খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না', ‘বিচার চাই বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই' প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
সমাবেশে মুহসিন হলের শিক্ষার্থী নোমান বলেন, ইন্টেরিম গভর্নমেন্ট শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। এই সরকারের কাজ ছিল খুনিদের বিচার কার্যক্রম করা। কিন্ত তারা তা করে নাই। এখন আবার আওয়ামী লীগ রাজপথে কর্মসূচি দিয়েছে। অতি সত্বর এই সরকার যেন গণ-আদালতে তাদের বিচার কার্যকর করে সেই আহ্বান জানাই।
সূর্যসেন হলের শিক্ষার্থী আজিজুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে আমার ২ হাজারেরও অধিক ভাই-বোনদের রক্ত ঝরিয়েছে তার দাগ এখনো শুকায় নাই। এরপরও তারা কীভাবে বাংলাদেশে কর্মসূচি দেয় তা অবাক করা বিষয়।
এ এফ আর হলের শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ বলেন, সন্ত্রাসী ছাত্রলীগ আমার ভাই-বোনদের নির্যাতন করে ক্যাম্পাস ছাড়া করেছিল তারা আবার আগুন সন্ত্রাসের খেলা করার জন্য প্রকাশ্য দিবালোকে কর্মসূচি দিয়েছে। অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।
এ সময় তিনি আওয়ামী লীগকে জুলাই গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষণার দাবি তোলেন।