বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ফিক্সিংয়ের অভিযোগে বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

‘নতুন’ বিপিএলে নতুন কলঙ্কের জন্ম দিয়েছে স্পট ফিক্সিংয়ের অভিযোগ। দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়সহ প্রায় দশজনের বিরুদ্ধে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। ইতোমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তারই অংশ হিসেবে এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে ইমিগ্রেশন বিভাগকে।

মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করে রাজশাহী। এরপর অদ্ভতভাবে লিগ পর্বের শেষ তিন ম্যাচেই জিতেছিল দলটি! দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আগের দিন ফেসবুকে নিজের ভেরিফায়ের পেজে একটি পোস্ট করেন এনামুল। তাতে বলিউড মুভি পুষ্পার ডায়লগহ ব্যবহার করে লিখেন, ‘আমাকে নিয়ে বিপিএলে এত নিউজ দেখে ভালো লাগছে।’

বিজয় ছাড়াও রাজশাহীর ক্রিকেটারদের মাঝে ফিক্সিং সন্দেহে আছেন দলটির স্পিনার সোহাগ গাজী ও পেসার শফিউল ইসলাম। সবচেয়ে বেশি সন্দেহ  ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটারদের ওপর। এই দলের অধিনায়ক থিসারা পেরেরাসহ শুভাম রাঞ্জানে, মোহর শেখ অন্তর, নাজমুল ইসলাম অপু, আলাউদ্দিন বাবু আছেন সন্দেহের তালিকায়। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হোসেন ও পেসার আল আমিন হোসেন এবং চট্টগ্রাম কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনকেও সন্দেহের তালিকায় রেখেছে বিসিবির আকসু।

এনামুলকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও বাকিদের ক্ষেত্রে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বাংলাদেশ দলের হয়ে ৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২০ টি–টোয়েন্টি খেলা এনামুল এ বছরের বিপিএলের অন্যতম সেরা পারফরমার। ১২ ম্যাচে ১ সেঞ্চুরিসহ ৩৯২ রান করেছেন, যা এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। তবে তিনি অতি সাধারণ ক্রিকেটারদের নিয়ে দল গঠনের সময় জুড়ায়িদের থেকে দেড় কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত