বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও রানের ফুলঝুরি ছুটল চিটাগং কিংসের ব্যাটে। ফরচুন বরিশালের বিপক্ষে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ করেছে দলটি। পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে শেষ দিকে শামীম হোসেন ও হায়দার আলীর ঝড়ো ইনিংসে এই বিশাল সংগ্রহ পায় চিটাগং।
টসে হেরে ব্যাট করতে নেমে চিটাগং কিংসকে দারুণ শুরু এনে দেন ওপেনার পারভেজ ইমন ও খাওয়াজা নাফে। মাত্র ৫.৩ ওভারে দলীয় ৫৮ রান তুলে ফেলেন তারা। নাফে ২২ রান করে মোহাম্মদ নবির শিকার হলে ভাঙে এই জুটি।
এরপর গ্রাহাম ক্লার্ককে নিয়ে চিটাগংয়ের রান বাড়ানোর দায়িত্ব নেন ইমন। একপ্রান্তে ঝড় তোলা ইমন ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি ছক্কা ও ১টি চার। তার বিদায়ের পর ক্লার্কও বেশিক্ষণ টিকতে পারেননি, তাইজুল ইসলামের বলে ২৬ রান করে বোল্ড হন।
মোহাম্মদ মিঠুন মাত্র ১ রান করে ফিরে গেলে রান বাড়ানোর দায়িত্ব কাঁধে নেন শামীম হোসেন ও হায়দার আলী। ১৯তম ওভারে জেমস ফুলারকে ছক্কা-চারের বন্যায় ভাসিয়ে দেন শামীম। সেই ওভারে দুইটি ছক্কা ও দুইটি চারসহ ২২ রান তোলেন তিনি।
শামীম ১২ বলে ৩০ ও হায়দার ২৩ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন, যা চিটাগংয়ের রান ২০০ পার করিয়ে দেয়।
ফরচুন বরিশালের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাইজুল ইসলাম, ৪ ওভারে ৪৬ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়া ইবাদত হোসেন ও মোহাম্মদ নবি নেন ১টি করে উইকেট। তবে বাকি বোলারদের ওপর চড়াও হন চিটাগং ব্যাটাররা, যার ফলে বিশাল স্কোর পায় কিংস।
এখন দেখার বিষয়, বরিশাল কি এই পাহাড়সম রান তাড়া করে প্রথম কোয়ালিফায়ারে নিজেদের অবস্থান শক্ত করতে পারে?