২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। তবে ভারতের খেলাগুলো হবে দুবাইতে। এমনকি অধিনায়কদের নিয়ে থাকছে না কোনো আয়োজন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানও হবে না। অনেকের ধারণা এমনটি হচ্ছে রোহিতের পাকিস্তানে না যাওয়ার কারণে। কিছুদিন আগেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, উদ্বোধনী অনুষ্ঠান বা ক্যাপ্টেনস মিট এর জন্য পাকিস্তানে যাবেন না অধিনায়ক রোহিত।
সবশেষ ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। এবারও গ্রুপ পর্বে আছে ভারত-পাকিস্তান ম্যাচ। রোহিত এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে হতে যাওয়া ম্যাচ নিয়ে কথা বললেও ঠোটে আনেননি পাকিস্তানের নাম।
বিসিআইয়ের বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠানে রোহিত বলেন, 'আমি গেল কয়েক বছর ধরে সেই ম্যাচ (২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল) নিয়ে অনেক কথা বলেছি। সেটা শুধুই একটা ম্যাচ ছিল। কোন ক্রিকেট দলের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হলো ম্যাচের দিন ভালো করা। আমাদের তরফ থেকে সেই ম্যাচ নিয়ে কোন ভাবনা অন্তত্য থাকবে না (পাকিস্তানের বিপক্ষে নামার আগে)। আমরা শুধু ম্যাচে ভালো করতে চাই।'
চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। ভারত তাদের মিশন শুরু করবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। ভারত ও পাকিস্তানের ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। গ্রুপে ভারতের শেষ ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে, ২ মার্চ।