রাজধানীর রামপুরায় দুর্বৃত্তের গুলিতে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন মো. জিলানী (৫৫) ও শুভ (১৭)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১ ফেরুয়ারি) রাতে পশ্চিম রামপুরা উলন পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা জানান, তারা পোড়াবাড়ি ঝিলপাড় এলাকার বাসিন্দা। রাতে তারা সড়কে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনটি শব্দ শুনতে পান। পরে তারা লক্ষ্য করেন তাদের শরীর থেকে রক্ত ঝরছে। জানা যায়, দুজনের শরীরে একটি করে গুলির চিহ্ন আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ জিলানী কলা বিক্রেতা আর শুভ পিঠা কিনতে গিয়েছিলেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তারা শঙ্কামুক্ত।