ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়ে অ্যালেন বোর্ডার মেডেল জিতলেন তারকা ব্যাটসম্যান ট্রাভিস হেড। আর প্রথমবারের মতো নারীদের বর্ষসেরার পদক বেলিন্ডা ক্লার্ক মেডেল জিতেছেন ২৩ বছরের অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।
বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে ২০৮ ভোট পান হেড। তার পিছে থাকা জশ হ্যাজেলউড পান ১৫৮ ভোট। এছাড়া দেশটির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হন তিনি। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে হ্যাজেলউডের চেয়ে এক ভোট ও টি-টোয়েন্টির দৌড়ে অ্যাডাম জাম্পার চেয়ে মাত্র চার ভোট পিছিয়ে ছিলেন হেড।
এ সপ্তাহটি স্বপ্নে মতো কাটালেন সাদারল্যান্ড। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজের আগমনের সুর বছরজুড়েই জানান দিচ্ছিলেন। নারী অ্যাশেজের টেস্টে সেঞ্চুরি হাঁকানো, ইংলিশদের হোয়াইটওয়াশ করার খুশির পর এবার বেলিন্ডা ক্লার্ক মেডেল জিতে সেটি আরও স্থায়ীত্ব পেলো।
ডন ব্রাডম্যান উদীয়মান পুরুষ ক্রিকেটার: স্যাম কনস্টাস
বেটি উইলসন উদীয়মান নারী ক্রিকেটার: ক্লোয়ে আইনসওয়ার্থ
ঘরোয়া পুরুষ ক্রিকেটার: বেউ ওয়েবস্টার
ঘরোয়া নারী ক্রিকেটার: জর্জিয়া ভোল
ওয়ানডে পুরুষ ক্রিকেটার: ট্রাভিস হেড
ওয়ানডে নারী ক্রিকেটার: অ্যাশলে গার্ডনার
শেন ওয়ার্ন টেস্ট ক্রিকেটার: জশ হ্যাজেলউড
কমিউনিটি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড: ক্যামেরন গ্রিন
টি-টোয়েন্টি পুরুষ ক্রিকেটার: অ্যাডাম জাম্পা
টি-টোয়েন্টি নারী ক্রিকেটার: বেথ মুনি
পুরুষ বিগ ব্যাশ ক্রিকেটার: কুপার কনোলি ও গ্লেন ম্যাক্সওয়েল
নারী বিগ ব্যাশ ক্রিকেটার: জেস জোনাসেন ও এলিস পেরি
অ্যালেন বোর্ডার মেডেল: ট্রাভিস হেড
বেলিন্ডা ক্লার্ক মেডেল: অ্যানাবেল সাদারল্যান্ড