বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

দীপিকার আচরণ মনে দাগ কেটেছে: ঋদ্ধি ডোগরা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম

বলিউড অভিনেত্রী ঋদ্ধি ডোগরা বলেছেন, জওয়ান সিনেমায় অভিনয়ের সময় তিনি কলাকুশলীদের সঙ্গে বসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আরেক তারকা দীপিকা পাড়ুকোন। তার সঙ্গে পরিচয় না থাকায় তিনি চেয়ার একটু পেছনে নিয়ে যান। তখন দীপিকাও একই কাজ করেন।

ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জানি না দীপিকা ইচ্ছাকৃতভাবে এটি করেছিল কিনা। তবে আমরা যে দৃশ্য করছিলাম সেখানে দীপিকা আমার সঙ্গে বসেছিলেন। উপস্থিত ছিল তার টিমও। আমার অভ্যাস আছে কাউকে না চিনলে সরে যাওয়া। তাই চেয়ারটা একটু পেছনে ঠেলে দিলাম। আমার মনে আছে দীপিকাও তার চেয়ারটি পেছনে টেনে আমার সঙ্গে বসেছিল। এটা খুবই সামান্য ব্যাপার, তবে আমার মনে দাগ কেটেছে।

অভিনেত্রী হিসেবে দুই দশক পার করছেন ঋদ্ধি। জওয়ান সিনেমায় শাহরুখ খানের মায়ের চরিত্র অভিনয় করে আলোচনায় আসেন তিনি।  পরবর্তীতে ‘দ্য সবরমতী রিপোর্ট’ সিনেমায়।

তিনি বলেন, আমি আসলে কেবল শুরু করেছি। পরিকল্পনা করে কাজ করিনি, এখনও করি না। প্রযোজক অমল (মোহন) আমার কাছে এসেছিলেন। আমি খুব সন্দিহান ছিলাম। আমি একরকম না বলে দিয়েছিলাম। তবে তিনি জোর দিয়েছিলেন যেন একবার পরিচালকের সঙ্গে দেখা করি। এভাবেই এটি (দ্য সবরমতী রিপোর্ট) হয়েছে।

অভিনয়ের জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন ঋদ্ধি। বলেন, আমরা সবাই চাকরি করতে পছন্দ করি, যেখানে মাসের শেষে বেতন পাই। সেটা ছেড়ে অভিনেত্রী হয়ে গেলাম। ক্যারিয়ারে শুরুতে টিভিতে এবং পরে ছয় বছর ওটিটিতে কাজ করেছেন। অভিনেত্রী বলেন, আমি টেলিভিশন ছেড়ে ওটিটিতে ঢুকলাম। এমন নয় যে আমি এখন স্বাচ্ছন্দ্যবোধ করছি। তবে আমি সত্যিই কৃতজ্ঞ এত দীর্ঘ সময় ধরে আছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত