আক্রমণভাগে প্রতিভাবান সব ফরোয়ার্ডের ভীড়েও রিয়াল মাদ্রিদে নাম্বার নাইন পজিশনে খেলছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এমবাপ্পে মূলত ‘নাম্বার নাইন’ নন। তবু চলতি মৌসুমে এমবাপ্পে স্ট্রাইকার হিসেবে গোল করছেন।
এমবাপ্পেকে স্ট্রাইকার হিসেবে কিভাবে আরও পরিণত করা যায় সেটা নিয়েই হয়তো কাজ করছেন কোচ কার্লো আনচেলত্তি। এবার এমবাপ্পের নাম্বার নাইট পজিশনে খেলা নিয়ে কথা বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এল চিরিনগিতো টিভিতে রিয়াল, এমবাপ্পেসহ অনেক প্রসঙ্গেই কথা বলেন রোনালদো। সেখানে এমবাপ্পের কথা বলতে গিয়ে রোনালদো বলেন, 'তার (এমবাপ্পের) যত্ন নাও। তার যত্ন নাও। আমি রিয়াল মাদ্রিদ ভক্তদের বলছি… ছেলেটার যত্ন নাও। এমবাপ্পে খুব ভালো এবং রিয়াল মাদ্রিদের তাকে সাহায্য ও রক্ষা করতে হবে। আমার কোনো সন্দেহ নেই যে, সে রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য অনেক আনন্দ বয়ে আনবে।'
এখন রোনালদো খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসরে। এখনও কি রিয়ালের খেলা দেখেন কিনা এমন প্রশ্নের উত্তরে সিআরসেভেন বলেন, 'সময়ে সময়ে আমি রিয়াল মাদ্রিদের খেলা দেখি। কারণ, আমার ছেলে মাতেও এমবাপ্পেকে খুব পছন্দ করে।'
পিএসজি ছেড়ে রিয়ালে এসে নতুন পজিশনে খেলতে হচ্ছে এমবাপ্পেকে। রোনালদো বলেন, 'আমার মতে, স্ট্রাইকারের পজিশন এমবাপ্পেকে কিছুটা ঝামেলায় ফেলে দিয়েছে কারণ সে জানে না স্ট্রাইকার হিসেবে কীভাবে খেলতে হয়। এমন নয় যে, সে জানে না, এটা স্রেফ তার জায়গা নয়।'
তবে এমবাপ্পে যে স্ট্রাইকার হিসেবেও আলো ছড়াবেন, এ নিয়ে সংশয় নেই রোনালদোর। 'আমি যদি এখনও রিয়াল মাদ্রিদে থাকতাম তাহলে তাকে শেখাতাম কীভাবে একজন নাম্বার নাইন হিসেবে খেলতে হয়। কারণ, আমি একজন স্ট্রাইকার ছিলাম না। স্ট্রাইকার হিসেবে খেলতে অভ্যস্ত হয়েছিলাম। মানুষ ভুলে গেছে আমি উইংয়ে খেলতাম।'