রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

নারায়ণগঞ্জে আ. লীগের লিফলেট বিতরণ, রিমান্ডে ৪ জন 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণের পর রাতে অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৪ জনকে একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী তাদের প্রত্যেককে ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- বন্দরের কদমরসুল পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান (৫০), ২০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান মিয়া (৪২), তার সহযোগী সাইদুল মোল্লা (৪৭) ও মো. ফারুক (৪৬)।  

এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাকান্দা ও রুপালি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির পক্ষে বন্দর উপজেলার কলাগাছিয়া ও সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। অটোরিকশা গ্যারেজে লিফলেট বিতরণ করেন যুবলীগের নেতা মশিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগের নেতা জামান মিয়া ও তার সহযোগীরা। সোমবার এ সংক্রান্ত একটি ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। এরপর অভিযান চালিয়ে ওইদিন রাতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, বন্দর থানার বিস্ফোরক ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত