ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা তুঙ্গে। ফেব্রুয়ারির মধ্যেই নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এ জন্য জনগণের মতামত নিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এরই প্রেক্ষিতে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ' স্লোগানে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে দল গঠনের পরিকল্পনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি
বুধবার (০৫ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর বাংলামোটরে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংগঠন দুটির নেতারা জানান, নতুন রাজনৈতিক দল সম্পর্কে জনগণের মতামত জানতে প্রায় এক লাখ জনমত সংগ্রহ করা হবে। পাশাপাশি, দলটির নাম ও প্রতীক প্রস্তাব দেওয়ার জন্যও সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে। তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এত বড় পরিসরে জনমত সংগ্রহের উদ্যোগ এটিই প্রথম।
নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন বলেন, এই উদ্যোগটি একটি বহুমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, যা নিশ্চিত করে যে ডিজিটালি সংযুক্ত এবং অফলাইন উভয় ক্ষেত্রেই অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে। যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই তাদের জন্য সরাসরি পূরণ করার ফর্ম ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে প্রযুক্তি-নির্ভর জনগোষ্ঠীর কাছে ডিজিটাল ফর্মগুলি হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে যাবে।
এটি জনমত গ্রহণের জন্য নেওয়া বাংলাদেশের সবচেয়ে বড় পরামর্শমূলক প্রচেষ্টা বলে মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আসল পরিবর্তন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসগুলিতে ঘটে না। এ কারণেই আমরা মাঠে আছি, কৃষকদের সাথে আছি, রিকশাচালকদের কথা শুনবো এবং বিরতির সময় পোশাক শ্রমিকদের কথা শুনবো। এই দল উপর থেকে নয়, জনগণের মধ্য থেকে উঠে আসবে।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র সামান্থা শারমিন উপস্থিত ছিলেন।