বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভেঙে ফেলা হলো ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের ম্যুরাল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ পিএম

ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে ঢুকেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। শুধু ম্যুরাল না ভেঙে ফেলা হয়েছে বাড়ির বিভিন্ন অংশও। শিক্ষার্থীরা বলছেন, বুলডোজার আসুক-না আসুক, আমরা ভাঙব।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শিক্ষার্থীরা বলছেন, আমরা সন্ধ্যার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরে আছি। প্রতি মিনিটে শত-শত মানুষ আসছে। আমরা বুলডোজার দিয়ে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে চাই।

এর আগে বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভি ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণাও চালানো হয় বিভিন্ন আইডি থেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত