বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে মার্কিন কংগ্রেসের বাধা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম

ইসরায়েলের কাছে এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় প্যাকেজে বাধা দিয়েছে মার্কিন কংগ্রেস। স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানানোর সময় এ প্যাকেজ প্রস্তুত করা হয়েছিল।

দুইজন কংগ্রেস সহকারী দ্য হিলকে জানান, যে অস্ত্র বিক্রয় প্যাকেজে বাধা আরোপ করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল প্রথমে এই বাধার কথা রিপোর্ট করেছিল। রিপোর্টে বলা হয়েছে ডেমোক্র্যাট আইন নির্ধারকরা এই বাধা প্রয়োগ করেছেন।

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি ও সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ চারজন আইননির্ধারকের কাছে নির্দিষ্ট ডলারের উওপরে অস্ত্র বিক্রয় অর্ডার পৃথকভাবে অবরুদ্ধ করার ক্ষমতা রয়েছে। ট্রাম্প এই বাধা অতিক্রম করার চেষ্টা করতে পারেন। তিনি ২০১৯ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে ৮ বিলিয়নেরও বেশি অস্ত্র বিক্রি করতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই জরুরি ঘোষণা দেন। তৎকালীন রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে তার বিরুদ্ধে ভোট দেওয়া হয়েছিল।

ইসরায়েলের জন্য অস্ত্র বিক্রয় ঐতিহাসিকভাবে দ্বিপাক্ষিক হলেও ডেমোক্র্যাটরা ক্রমবর্ধমানভাবে গাজা স্ট্রিপে ইসরায়েলের যুদ্ধ পরিচালনা ও নেতানিয়াহুর প্যালেস্টাইনিদের প্রতি নীতির ব্যাপারে সতর্কতা প্রকাশ করেছেন।

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে ৭ অক্টোবর ২০২৩ থেকে আনুমানিক প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি মারা গেছে যার অর্ধেক মহিলা, শিশু ও বয়স্ক ব্যক্তি। গাজার প্রায় ২ মিলিয়ন বাসিন্দাদের মানবিক সহায়তা প্রয়োজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত