বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সাবেক ইউপি সদস্য কুসুম্বী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মাহফুজার রহমান একই এলাকার মো. তোজাম্মেল হকের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার মাহফুজার রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।