ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি—ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যুগের দুই নক্ষত্র। ১৩টি ব্যালন ডি’অর, অসংখ্য শিরোপা ও রেকর্ড গড়ে তারা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তবে পর্তুগিজ কোচ হোসে মরিনহোর চোখে তাদের কেউই সর্বকালের সেরা নন।
বর্তমানে ফেনারবাহচের দায়িত্বে থাকা সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মরিনহো সম্প্রতি লাইভস্কোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও তার মতে সর্বকালের সেরা ফুটবলার।
মরিনহো বলেন, 'ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসির ক্যারিয়ার দীর্ঘ, তারা ১৫ বছর ধরে শীর্ষে ছিল। কিন্তু যদি শুধুমাত্র প্রতিভা ও দক্ষতার কথা বলি, তাহলে রোনালদো নাজারিওর ধারেকাছে কেউ নেই। ১৯ বছর বয়সেই তার যে সামর্থ্য ছিল, তা ছিল অবিশ্বাস্য। দুর্ভাগ্যবশত, চোট তার ক্যারিয়ারকে সংক্ষিপ্ত করেছে। নাহলে তিনি আরও অবিশ্বাস্য কিছু অর্জন করতেন।'
১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনার সহকারী কোচ হিসেবে কাজ করার সময় কাছ থেকে রোনালদো নাজারিওর খেলা দেখার সুযোগ পেয়েছিলেন মরিনহো। সে মৌসুমেই লা লিগা জয় করেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, মৌসুম শেষে পেয়েছিলেন ব্যালন ডি'অর।
যদিও মরিনহো সর্বকালের সেরা হিসেবে রোনালদো নাজারিওকে বেছে নিয়েছেন, তবে মেসি-ক্রিশ্চিয়ানো তুলনায় আর্জেন্টাইন সুপারস্টারকেই এগিয়ে রাখেন, 'অবশ্যই আমি বলব, ছোট মানুষটা (মেসি) এগিয়ে। তবে ওকে কোচিং করানো কঠিন ছিল। তবুও আমাদের প্রজন্মের মধ্যে সে-ই সেরা।'
মেসি এখন পর্যন্ত ৮৬১ গোল করেছেন এবং বার্সেলোনা ও আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক পর্যায়ে তিনি একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জিতেছেন।
অন্যদিকে, ৪০ বছরে পা দেওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো ১৩৫টি আন্তর্জাতিক গোলসহ ৯২৩টি পেশাদার গোল করে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের একজন। পাঁচবার ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড এখন ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে এগোচ্ছেন।
তবে তাদের সব কীর্তির পরও, মরিনহোর মতে, ফুটবলের প্রকৃত 'ফেনোমেনন' ছিলেন রোনালদো নাজারিও!