শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ফাইনালে শান্ত থাকলেই জয়ের সম্ভাবনা বেশি, বিশ্বাস তামিমের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালে খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। এর আগে দুটি ফাইনাল খেলে দুবারই শিরোপা হাতে তুলেছেন এই ওপেনার। এবারও ব্যতিক্রম চান না ফরচুন বরিশালের অধিনায়ক।

ফাইনালের আগে জয়ের ‘মন্ত্র’ জানিয়ে দিলেন তামিম। তার মতে, 'যে দল বেশি শান্ত থাকবে, তাদেরই জেতার সম্ভাবনা বেশি।'

২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল শিরোপা জিতেছিলেন তামিম, যেখানে অধিনায়ক ছিলেন ইমরুল কায়েস। গত আসরে ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। এবারও শিরোপার লড়াইয়ে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে তার দল।

ফাইনালের আগে তামিম বলেন, 'কোয়ালিফাই ম্যাচগুলোতে আমি বেশি চাপে ছিলাম। তবে ফাইনাল নিয়ে আমি সাধারণত খুব বেশি ভাবি না। আশা করি কালকের দিনটাও এমন যাবে। ফাইনাল অনেক গুরুত্বপূর্ণ, তবে এমন অবস্থায় অবশ্যই শান্ত থাকতে হবে। যদি নার্ভাসনেস কাজ করে এবং চাপ সরাতে না পারেন, তাহলে ভুল করার সম্ভাবনা থাকে।'

জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার নিয়ে এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ফরচুন বরিশাল। দলে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়-এর মতো অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটাররা।

বিদেশি খেলোয়াড়ের তালিকাও বেশ সমৃদ্ধ। স্কোয়াডে রয়েছেন ডেভিড মালান, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, মোহাম্মদ আলি, জাহানজেব খান, ফাহিম আশরাফ ও শাহীন শাহ আফ্রিদি।

এই ভারসাম্যপূর্ণ দল নিয়েই শিরোপার আরও একটি লড়াইয়ের জন্য তৈরি তামিম ইকবাল। দলের ক্রিকেটারদের প্রশংসা করতেও ভোলেননি বরিশাল অধিনায়ক। 

তার মতে অভিজ্ঞতা ও দলে ইতিবাচক পরিবেশই বরিশালের শক্তির মূল উৎস, 'আমাদের দলে যারা খেলছে, তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন, আমাদের ফ্র্যাঞ্চাইজিতে খুব রিল্যাক্সড কালচার। আমরা জিতলেও বাড়াবাড়ি করি না, হারলেও না।'

তিনি আরও যোগ করেন, 'আমাদের দলে একটা জিনিস গ্যারান্টেড—তা হলো ক্রিকেটারদের সম্মান। আমরা চ্যাম্পিয়ন হতে পারি বা প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারি, কিন্তু পারফরম্যান্সের কারণে কাউকে অতিরিক্ত ভালোবাসা বা খারাপ ব্যবহার করা হবে না। আমি মনে করি, এটাই আমাদের উন্নতির চাবিকাঠি।'

তামিম বলেন, 'দেখেন অনেককিছু হতো বা অনেককিছু করা যেত এটা নিয়ে আমরা অবশ্যই বিতর্ক করতে পারি। তবে অনেককিছু ভালোও হয়েছে এটাও স্বীকার করতে হবে। মাঠের ক্রিকেট বেশ ভালো হয়েছে। উইকেট ভালো ছিল, ঘাস ভালো ছিল। তবে একটা জিনিস সন্দেহাতীত, তা হচ্ছে কিছু ক্ষতি পূরণ করতে হবে। আমি আপনাদের সঙ্গে একমত। তবে দিন শেষে এটা আমাদের ঘরের টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় যে আমিও অনেক সময় মন্তব্য করেছি, বিভিন্ন প্লেয়ার করেছে, মিডিয়াও এটা নিয়ে প্রশ্ন তোলে, তবে দিন শেষে এটা আমাদেরই টুর্নামেন্ট।'

তিনি যোগ করেন, 'আমাদের এটা যেকোনোভাবে বাঁচিয়ে রাখতে হবে যেন ওই সুযোগটা আমাদের থাকে পরের বছর আরও ভালো করার। তবে প্রতিদিন এসে যদি একই কথা বলতে বলতে আমরা এটা নষ্ট করে ফেলি, তখন বিদেশে ভালো বার্তা যায় না। অবশ্য আমরা ওই কাজগুলোও করছি, ভালো বার্তা না পৌঁছানোর জন্য। আমি এটাকে (বিতর্ক) বাঁচানোর চেষ্টা করছি না। তবে মাঝেমধ্যে নিজের বাসার জিনিস যদি বাঁচিয়ে রেখে চলা যায়...তাহলে ক্রিকেটাররা বলেন, মিডিয়া বলেন এই সম্মানটা ধরে রাখা আসলে জরুরি।'

দুইবারের ফাইনালিস্ট তামিমের সামনে এবার আরও একবার শিরোপা জয়ের সুযোগ। প্রতিপক্ষ চিটাগং কিংস হলেও আত্মবিশ্বাসী বরিশাল অধিনায়ক। এখন দেখার অপেক্ষা, তার শান্ত থাকার কৌশল আবারও শিরোপা এনে দিতে পারে কি না!

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত