শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

টেস্ট অভিষেকেই অধিনায়ক! জনাথন ক্যাম্পবেলের বিরল কীর্তি 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম

টেস্ট ক্রিকেটে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না। অভিষেক ম্যাচেই অধিনায়কের দায়িত্ব পাওয়া- এ যেন স্বপ্ন ও চ্যালেঞ্জের এক অনন্য মিশ্রণ! জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জনাথন ক্যাম্পবেল আজ সেই বিরল ইতিহাসের অংশ হয়ে গেলেন। বুলাওয়োতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে, মাত্র ২৭ বছর বয়সে, জিম্বাবুয়েকে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তিনি। 

সাধারণত অভিজ্ঞ খেলোয়াড়দের কাঁধে অধিনায়কত্বের ভার দেওয়া হয়, কিন্তু পরিস্থিতির চাপে সব কিছু বদলে যায়। নিয়মিত অধিনায়ক ক্রেগ আরভিন ব্যক্তিগত পারিবারিক জরুরি কারণে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় হঠাৎ করেই দলের নেতৃত্বভার এসে পড়ে জনাথনের কাঁধে।  

অভিষেকেই অধিনায়কত্বের এমন ঘটনা টেস্ট মাত্র তৃতীয়বার ঘটল। এর আগে নিউজিল্যান্ডের লি জারমন ভারতের বিপক্ষে ১৯৯৫ সালে এবং ২০২৪ নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার নিল ব্র্যান্ড তাদের অভিষেক টেস্টেই নেতৃত্ব দিয়েছিলেন। 

ম্যাচের আগে ছেলেকে টিপস দিচ্ছেন অ্যালিস্টার ক্যাম্পবেল (ডানে)

জনাথন ক্যাম্পবেল জিম্বাবুয়ের টেস্ট অভিষেকে অধিনায়কত্ব করা মাত্র দ্বিতীয় খেলোয়াড়। এর আগে ১৯৯২ সালে ডেভ হটন জিম্বাবুয়ের প্রথম টেস্টে অধিনায়কত্ব করেছিলেন। 

এছাড়া, ২১ শতকে টেস্ট অভিষেকেই অধিনায়কত্ব করা খেলোয়াড়দের মধ্যে ক্যাম্পবেল পঞ্চম ব্যক্তি। এর আগে ২০০০ সালে বাংলাদেশের নাঈমুর রহমান , ২০১৮ সালে আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড এবং আফগানিস্তানের আসগর আফগান টেস্ট অভিষেকেই দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। 

অভিষেকের আগেই ক্যাম্পবেলের পারফরম্যান্স ছিল নজরকাড়া। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪ ম্যাচে ১,৯১৩ রান করেছেন, যেখানে ছিল চারটি সেঞ্চুরি। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫ ম্যাচে ১,৩৭২ রান করেছেন ৩৯+ গড়ে। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও কার্যকরী ক্যাম্পবেল। ঘরোয়া ক্রিকেটে ৪২টি উইকেট রয়েছে তার ঝুলিতে।  

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত