মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

গুঞ্জনের অবসান ঘটিয়ে মেক্সিকোর ক্লাবে রামোস

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম

রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সার্জিও রামোসকে ঘিরে গত কয়েকমাস ধরেই নানারকম গুঞ্জন চলছিল। গত বছরের জুনে সেভিয়া ছাড়ার পর থেকেই তার ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা শুরু হয়। কেউ কেউ তো তাকে ইন্টার মায়ামিতেও দেখতে পাচ্ছিলেন। ৩৮ বছরের রামোস অবেশেষে মেক্সিকোর ক্লাব মোন্তেররেইতে নতুন ঠিকানা খুঁজে নিলেন।

জানা গেছে, এক বছরের চুক্তিতে মেক্সিকোর ক্লাবটিতে যোগ দিয়েছেন রামোস। মোন্তেররেই ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্ব ফুটবলের ঐতিহাসিক এক ডিফেন্ডার, রিয়াল মাদ্রিদ ও পিএসজির হয়ে অনেক শিরোপাজয়ী, স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলারকে মোন্তেররেই ফুটবল ক্লাবে স্বাগতম। আপনার নেতৃত্ব, খেলার মান এবং জয়ের মানসিকতা আমাদের নীল-সাদা জার্সিকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।’

১০ বছর বয়সে সেভিয়ার একাডেমিতে যোগ দিয়েছিলেন রামোস। এর ৭ বছর পর এই ক্লাবেই পেশাদার ক্যারিয়ারের শুরু। তবে ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ার বড় মোড় নেয়। দ্রুতই হয়ে ওঠেন দলটির আস্থার প্রতীক। জোটে বিশ্বজোড়া খ্যাতি। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন ২২টি ট্রফি।

মাদ্রিদের ক্লাবটিতে ১৬ বছর কাটিয়ে ২০২১ সালে রামোস যোগ দেন পিএসজিতে। সেখানে তখন ছিলেন লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পের মতো তারকারা। দুই বছর পর তিনি আবারও ফিরে যান সেভিয়ায়। তবে এবারের যাত্রাটা দীর্ঘায়িত হয়নি। তাই ক্যারিয়ারের শেষবেলায় তাকে যেতে হচ্ছে ইউরোপের বাইরে। স্পেন জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রামোস জিতেছেন ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত