শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আন্দোলনে আহতদের চিকিৎসা বিল জমা দেওয়ার আহ্বান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম

দেশে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের যুগ্মসচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইতঃপূর্বে বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা গ্রহণ করেছেন, তাদের আবেদন ও বিল গণঅভ্যুথান সংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে দাখিল করতে হবে। সেলে প্রাপ্ত বিলসমূহ স্বাস্থ্য অধিদপ্তরে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে পুনরায় গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে প্রেরণ করবে এবং সিভিল সার্জন অফিসে প্রাপ্ত বিল সিভিল সার্জন যাচাই-বাছাই শেষে প্রেরণ করবেন। সেল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দাবিকৃত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে- মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।’

এ ছাড়া আহত হয়ে চিকিৎসা নিয়েছেন তাদের আবেদন ও বিল গণঅভ্যুথান সংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে জমা দেওয়ার জন্য উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আবেদন ফরম গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে (https://musc.portal.gov.bd/) পাওয়া যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত