গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
আজ শনিবার দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সেখানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলী নাসের খানসহ স্থানীয় ছাত্রনেতারা।
সমাবেশে আরিফ সোহেল বলেন, আমাদের ভাইদের ওপরে এখনও আক্রমণ চলছে। বিভিন্ন জায়গায় আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সুশৃঙ্খলভাবে গাজীপুরের মাটি ফ্যাসিবাদমুক্ত করতে হবে।
জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলী নাসের খান বলেন, গত রাতে গাজীপুরে যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। আওয়ামী ফ্যাসিস্টদের নিবন্ধন বাতিল করতে হবে। (নেতাদের) সম্পত্তি জব্দ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ কর্মকর্তাদের অপসারণ করতে হবে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা, তাতে এতে যোগ দেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমও।
এদিকে শনিবার রাত থেকে গাজীপুরসহ সারা দেশে 'সন্ত্রাসীদের' আইনের আওতায় আনতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট'।