বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

মাদ্রিদ ডার্বি অমীমাংসিত; রেফারিং নিয়ে তুমুল বিতর্ক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২ এএম

রিয়াল মাদ্রিদ বনাম আতলেতিকো মাদ্রিদের মধ্যকার লা লিগার ম্যাচটি ড্র হয়েছে। সেইসঙ্গে রেফারির সিদ্ধান্ত নিয়ে জন্ম হয়েছে বিতর্কের। প্রথমার্ধের সাদামাটা ফুটবলের মাঝে তার চরম বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পেয়ে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। এতে যেন রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগই প্রমাণিত হয়েছে বলে মনে করছেন অনেকে।

গতকাল শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে আতলেতিকো এগিয়ে যাওয়ার পর ৫০ মিনিটে এমবাপ্পের ওই গোলেই ম্যাচে সমতা আনে রিয়াল। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ। তবে প্রথমার্ধে পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল আতলেতিকো। এই পেনাল্টি ঘিরেই চলছে তুমুল বিতর্ক।

পেনাল্টিটা এসেছে অঁরেলিয়ে চুয়ামেনির ফাউল থেকে। বক্সের ভেতর আতলেতিকোর স্যামুয়েল লিনোকে ফাউল করেছিলেন রিয়ালের এই ফরাসি ডিফেন্ডার। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন।তবে চুয়ামেনি যখন লিনোকে পায়ে আঘাত করেন, ততক্ষণে বল সরে গেছে। এ নিয়ে রিয়াল ডাগ-আউট উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভ প্রকাশ করেন কোচ-অফিসিয়ালরা।

ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি এ নিয়ে তীব্র বিরক্তি  প্রকাশ করেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। পেনাল্টি দিয়েছিল ভিএআর। রেফারি খুব কাছ থেকেই ঘটনা দেখেছিল। আমি এ রকম আরেকটা পেনাল্টি দেখলাম অ্যাথলেটিক-জিরোনা ম্যাচে। (আসলে) ফুটবলের মানুষজন এ সব বুঝে না। আমি এখন বিতর্কের মধ্যে যেতে চাই না, যেটা এর মধ্যেই অনেক বড় হয়ে গেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত