ক্যাচ নিতে গিয়ে আহত হয়েছেন নিউজিল্যান্ডের তরুণ অল-রাউন্ডার রাচিন রবীন্দ্র। গতকাল শনিবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এই ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের আলোক ব্যবস্থাপনা নিয়ে। আর দিন দশেক পর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ আছে এই মাঠেও।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের ইনিংসের ৩৮তম ওভারের ঘটনা।মিচেল ব্রেসওয়েলের বলে খুশদিল শাহ ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে উড়িয়ে মারেন। সেখানে ফিল্ডার ছিলেন রাচিন। তিনি ক্যাচ ধরার চেষ্টা করে বলের কাছে পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু ফ্লাডলাইটের আলো পড়ায় শেষ মুহূর্তে তার চোখ ধাঁধিয়ে যায়। বলের গতিপথ বুঝতে পারেননি। বল সরাসরি আঘাত করে তার মুখে।
সাথে সাথেই মুখ চেপে ধরে মাটিতে পড়ে যান রাচিন। তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। মাঠে কিছুক্ষণ শুশ্রুষার পর মুখে রুমাল চাপা দিয়ে তিনি মাঠ ছাড়েন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে গাদ্দাফি স্টেডিয়ামের আলোক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কিউই ক্রিকেটাররা। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরাও মুখ খুলেছেন পিসিবির বিরুদ্ধে।
অবশ্য এই ঘটনা নিউজিল্যান্ডের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রথমে ব্যাট করে মিচেল স্যান্টনারের দল ৬ উইকেটে ৩৩০ রান তুলেছিল। ১০৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন গ্লেন ফিলিপস। জবাবে ৪৭.৫ ওভারে ২৫২ রানেই শেষ হয় রিজওয়ানদের ইনিংস। ম্যাচটিতে বোলিং করার সময় চোট পেয়েছিলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। তাকে মাঠ ছাড়তে হয় এবং ব্যাটিংও করতে পারেননি।