শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে ১৪ বছর পর দ্বীপরাষ্ট্রের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। গলে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টটি তারা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। সর্বশেষ ২০১১ সালে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এই সময়ের মধ্যে এশিয়ায় অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় সিরিজ জয়। ২০২২ সালে পাকিস্তানের মাটিতে তারা টেস্ট সিরিজ জিতেছিল।
গলে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৫৭ রানের জবাবে ৪১৪ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ (১৩১) আর উইকেটকিপার অ্যালেক্স ক্যারি (১৫৬)। দ্বিতীয় ইনিংসে আড়াইশও করতে পারেনি শ্রীলঙ্কা। ৬৮.১ ওভার ব্যাট করে অ্যাঞ্জোলো ম্যাথিউসের ৭৬ আর কুসল মেন্ডিসের ৫০ রানে ভর করে তারা ২৩১ রানে অল-আউট হয়ে যায়।
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নে শেষ ইনিংসে করেন ১৪ রান। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৭৫ রানের। সেই রান তাড়া করতে নেমে বিস্ফোরক ট্রাভিস হেডকে (২০) হারায় অস্ট্রেলিয়া। এরপর উসমান খাজা (২৭*) আর মার্নাস লাবুশানে (২৬*) মিলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। মাত্র ৭.১ ওভারেই জিতে যায় অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হয়েছেন অ্যালেক্স ক্যারি, সিরিজসেরা স্টিভেন স্মিথ।