বৃষ্টি, আলোকস্বল্পতা বা খারাপ আবহাওয়ার কারণে মাঝেমধ্যেই ক্রিকেট ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। তাই বলে ট্রাফিক জ্যামের কারণে এমনটা হবে? আশ্চর্যজনক হলেও এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্র এবং নামিবিয়ার ওয়ানডে ম্যাচে। দুই ইনিংস মিলিয়ে মোট ১৪ ওভার কমাতে হয়েছে ম্যাচের দৈর্ঘ্য।
ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের লিগ-টু ম্যাচে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র আর নামবিবিয়া। কিন্তু হোটেল থেকে মাঠে আসার পথে দুই দলের টিম বাসই ট্রাফিক জ্যামে আটকে যায়। নির্দিষ্ট সময়ের এক ঘণ্টারও বেশি সময় পর ক্রিকেটাররা ভেন্যুতে পৌঁছান। একই কারণে মাঠে পৌঁছতে দেরি হয় আম্পায়ারদেরও।
অনেকটা সময় নষ্ট হওয়ায় বাধ্য হয়ে ওভার কমিয়ে ৪৩ ওভারের ম্যাচ আয়োজন করা হয়। শুক্রবার ম্যারাথনের জন্য মাসকটের কয়েকটি রাস্তা বন্ধ ছিল। সে কারণে শহরের বিভিন্ন রাস্তায় যানজটের তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘অপ্রত্যাশিত সমস্যার কারণে টস এবং খেলা শুরুর সময় পিছিয়ে গেছে। অথচ আয়োজকেরা সঠিক কারণ জানাননি।’
এরপরই আয়জকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, ‘মাসকটে ম্যারাথন প্রতিযোগিতার জন্য বিভিন্ন রাস্তা বন্ধ ছিল। তাই যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া দলের যাত্রাপথ পরিবর্তন করতে হয়। রাস্তায় ট্র্যাফিক জ্যামে দুই দলের বাসই আটকে পড়েছিল। নির্দিষ্ট সময় কোনো দলই মাঠে আসতে পারেনি। তাই ৪৩ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’