বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ঠাকুরগাঁও

অপারেশন ডেভিল হান্ট, গ্রেপ্তার ১৫

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম

অপারেশন ডেভিল হান্ট অভিযানে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ঠাকুরগাঁও সদর থানায় ৪ জন,পীরগঞ্জ থানায় ২ জন, রুহিয়া থানায় ২ জন, রাণীশংকৈল থানায় ২ জন,বালিয়াডাঙ্গী থানায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের সকলে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ করতেন।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত