বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীর দায়ের করা চাঁদাবাজি মামলায় আল আমিন সরকার (২৭) নামের ইউনিয়ন ছাত্রদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও উত্তর নান্দিয়ার পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি এক দুবাই প্রবাসীর বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছে থেকে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা আল আমিন ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় তারা প্রবাসীর স্ত্রী ও মেয়েকে মারধর করে। এ সময় ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে প্রবাসীর প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে আল আমিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সেনাবাহিনীকে অভিযোগ ও থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আল আমিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।