বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবি: দুই দিনের রিমান্ডে যুবদল নেতা হাসান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম

রাজধানীর কাকরাইল গ্যারেজ পট্টি এলাকায় রিয়াজ মোহাম্মদ ওবাইদুল কাদের নামে এক ব্যবসায়ীকে মারধর ও চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পল্টন থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে পল্টন গ্যারেজ পট্টি এলাকায় ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল দক্ষিণের যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, যুবদল নেতা হাসানের নেতৃত্বে তার ওপর হামলা হয়। তাকে গ্যারেজ পট্টির ভেতরে ২ দিন আটকে রেখে ২০ লাখ টাকা চাঁদা আদায় করা হয়। পরে তার গাড়ির কাগজপত্র ও চাবি নিয়ে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পেয়ে দুদিন পর তিনি অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা করেন।

পরে এই মামলায় গ্রেপ্তার হন হাসান। পুলিশ তাকে দুই দিনের রিমান্ডে আনে। মামলার পর থেকে ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আবু ইউসূফ দেশ রূপান্তরকে জানান, ঢাকা মেট্রোপলিটনের সংশ্লিষ্ট আদালত থেকে হাসান নামে এক আসামিকে গত শনিবার দুই দিনের রিমান্ডে আনা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত