বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এবার দুই মার্কিন গণমাধ্যম বন্ধের প্রস্তাব মাস্কের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

সরকারি অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপ ও ভয়েস অব আমেরিকা (ভিওএ) বন্ধের প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের বিশেষ মিশনের বিশেষ দূত রিচার্ড গ্রেনেলের এক্স/টুইটারে দেওয়া এক পোস্টের জবাবে মাস্ক এ মন্তব্য করেন।

এক্সে গ্রেনেল লিখেছেন, ‘এগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া। এই আউটলেটগুলো অতীতের একটি ধ্বংসাবশেষ। আমাদের সরকারি বেতনভুক্ত সংবাদমাধ্যমের দরকার নেই।’

রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি (আরএফই/আরএল) এবং ভয়েস অফ আমেরিকা (ভিওএ) আফগানিস্তানেও কাজ করে বলে জানান তিনি।

গ্রেনেল সম্প্রতি দাবি করেছেন, এ দুটি গণমাধ্যম ‘বামপন্থীদের’ অধীনে রয়েছে এবং আমেরিকান করদাতাদের বার্ষিক ১ বিলিয়ন ডলার অপচয় করে।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার মাস্ক সম্মতি জানিয়ে পোস্ট করেছেন, ‘হ্যাঁ, এগুলো বন্ধ করুন। করদাতাদের টাকায় চলে গণমাধ্যমগুলো। তাদের কথা কেউ শোনে না। এখানে চরমপন্থি, বামপন্থিরাই নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আর প্রতিবছর মার্কিন করদাতাদের এক বিলিয়ন ডলার নষ্ট করছে।’

এর আগে মাস্ক ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বন্ধের আহ্বান জানিয়েছিলেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত