১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী দিনে করাচিতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও ইংল্যান্ডের রিচার্ড কেটেলবোরো।
চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে কোন ম্যাচে কারা থাকছেন আম্পায়ার সেই তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের শরফুদ্দৌলা আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও থাকবেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। এছাড়া আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফোর্থ আম্পায়ার এবং ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন শরফুদ্দৌলা।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা সাম্প্রতিক সময়ে বেশ প্রশংসিত হয়েছেন মাঠে তার সিদ্ধান্তের জন্য।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ তিনটি। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতে বিপক্ষে। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার আম্পায়ার পল রেইফেল।
দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের এহসান রাজা ও শ্রীলঙ্কান কুমার ধর্মসেনা।
তৃতীয় ম্যাচ ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংলিশ আম্পায়ার মাইকেল গফ ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির জন্য মোট ১৫ জন আম্পায়ারের তালিকা দেয় আইসিসি। তবে সেখানে নেই কোন ভারতীয় আম্পায়ার।