রিফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক অভিযোগ করাকে কেন্দ্র করে বেশ কদিন ধরেই আলোচনা চলছে স্প্যানিশ ফুটবলে। এবার সেই আলোচনায় যোগ দিয়ে রিয়ালের কড়া সমালোচনা করেছেন সেভিয়ার সভাপতি হোসে মারিয়া দেল নিদো কারাস্কো।
লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে রিয়াল। উয়েফার কাছে পাঠানো চিঠিতে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ আনে। তবে রিয়ালের অভিযোগ প্রত্যাখ্যান করে লা লিগার বাকি ক্লাবগুলো।
রেফারিং নিয়ে রিয়ালের অভিযোগের বিষয়ে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে সেভিয়া ক্লাবের প্রেসিডেন্ট দেল নিদো কারাস্কো বলেন, 'আমাদের দুটি বিষয়ের মধ্যে পার্থক্য করতে হবে: রেফারিং পদ্ধতি ও রেফারিংয়ের কিছু দিক পরিবর্তন করা এবং রিয়াল মাদ্রিদের বিবৃতি। বিষয়টি (রিয়ালের বিবৃতি) অসহনীয় এবং অগ্রহণযোগ্য। এটা রেফারি ও প্রতিযোগিতার সম্মানকে প্রশ্নবিদ্ধ করছে। ফুটবল দুনিয়ার উচিত প্রকাশ্যে এবং আদালতে এমন একটি বিবৃতির নিন্দা করা, যেটি ফুটবলের শুদ্ধতার বিরুদ্ধে যায়।'
মাদ্রিদ ডার্বির পরও রেফারিং নিয়ে সমালোচনা করে রিয়াল মাদ্রিদ।
সেভিয়া প্রেসিডেন্ট আরও বলেন, 'সবচেয়ে বাজে বিষয়টি হলো, রিয়াল মাদ্রিদ টিভি ব্যবহার করে এবং বিভিন্নভাবে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ধ্বংস করার চেষ্টা করছে। রিয়াল মাদ্রিদের মতো একটি ক্লাব আমাদের ধ্বংস করার চেষ্টা করলে আমরা সেটা সহ্য করতে পারি না..।'
এর আগে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসও রিয়ালের সমালোচনা করেছেন, রেফারিং নিয়ে ওই অভিযোগ করায়।