শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রিমান্ডে হত্যা মামলার আসামি তিন পুলিশ কর্মকর্তা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ এএম

হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তৃণমূল বিএনপির সাবেক সভাপতি শমসের মবিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তিন দিনের এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার অভিযোগে পুলিশের বরখাস্ত সহকারী কমিশনার তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক পৃথক মামলায় আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ডের এ আদেশ মঞ্জুর করেন।

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এ পর্যন্ত ৭৮ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত