সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের গুঞ্জন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৬ পিএম

ব্রাজিল সুপারস্টার নেইমার সৌদি আরবের পাট চুকিয়ে নিজ দেশের ক্লাবে যোগ দিয়েছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ কী? এই বছরেই আল নাসরের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাবে। শোনা যাচ্ছে, সৌদি ক্লাবেই নাকি থেকে যেতে চান পর্তুগিজ মহাতারকা। আরও এক বছরের জন্য নাকি ক্লাবের সঙ্গে তিনি চুক্তি নবায়ন করতে যাচ্ছেন।

২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। চুক্তি হয়েছিল দুই বছরের। রোনালদো একবার বলেছিলেন, তিনি আল নাসেরের হয়ে খেলেই অবসর নিতে চান। তবে সেটা কোন বছরে তা বলেননি। এবার বার্তা সংস্থা এএফপিকে সৌদি প্রো লিগের এক কর্মকর্তা বলেন, ‘রোনালদো এখনও চুক্তি নবায়ন করেনি। তবে কয়েকদিনের মধ্যেই ঘোষণা আসতে পারে।’

সদ্যই ৪০ বছরে পা দিযেছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। বয়সকে তুড়ি মেরে মাঠে নামলেই গোল করে যাচ্ছেন। ছুটছেন হাজার গোলের মাইলফলকের দিকে। তার গোলসংখ্যা এখন ৯২৪টি। এই মৌসুমে আল নাসরের হয়ে আরও খেলা বাকি আছে। পাশাপাশি চুক্তি নবায়ন করলে আরও খেলার সুযোগ পাবেন। সুতরঅং আর ৭৬টি গোল করা খুব একটা কঠিন হবে না তার জন্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত