সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কালিহাতীতে ডেবিল হান্ট অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৭ পিএম

চলমান ডেবিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাসুদ তালুকদারকে (৬০) মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কালিহাতী থানা পুলিশ আটক করেছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার নারান্দিয়া নিজ বাসভবন থেকে দুপুর সাড়ের ১২টার দিকে সময় কালিহাতী থানা পুলিশের বিশেষ অভিযানে চেয়ারম্যানকে আটক করা হয়।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত