উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাই-ভোল্টেজ ম্যাচে আজ রাতে ইতিহাদে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। নকআউট প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে রিয়াল কি পারবে ইতিহাদে জিততে।
চ্যাম্পিয়নস লিগে সিটির মাঠে অবশ্য এখন পর্যন্ত কোন ম্যাচ জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। আজকের ম্যাচেও সিটিকে হারাতে পারবে না রিয়াল মাদ্রিদ। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এমন কথা বলেছেন, সিটির সাবেক খেলোয়াড় আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
ম্যানসিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা আগুয়েরো। হৃদ রোগের কারণে ফুটবল থেকে অবসর নেওয়া আগুয়েরো সিটির জার্সিতে ৩৯০ ম্যাচে করেন ২৬০ গোল।
রিয়ালের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে আগুয়েরো বলেন, 'রিয়াল মাদ্রিদ কোনভাবেই ম্যানচেস্টার সিটিকে হারাতে পারবে না। যদি পারে, তাহলে আমি আমার অ*ণ্ড*কোষ কেটে ফেলবো।'
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২ টায় শুরু হবে ম্যানসিটি-রিয়াল মাদ্রিদ ম্যাচ।