বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দুর্নীতির মামলা থেকে মুক্তি পাচ্ছেন নিউ ইয়র্কের মেয়র

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ পিএম

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিচার বিভাগ। সোমবার (১০ জানুয়ারি) বিচার বিভাগ নিউ ইয়র্কের ফেডারেল প্রসিকিউটরদের নিউই য়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে এটি একটি ব্যতিক্রমী হস্তক্ষেপ।

রয়টার্সের হাতে আসা এক স্মারকে ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিল বোভে ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিসকে বলেছেন তারা যেন যত দ্রুত সম্ভব মামলা বাতিল করে।

বোভে লিখেছেন, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগ ২০২৫ সালের মেয়র পুনর্নির্বাচন প্রচারে অনুপযুক্ত হস্তক্ষেপ করেছে। তবে মামলাটি বাতিল করতে হলে অ্যাডামসকে একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে। তাতে বলা থাকবে ভবিষ্যতে আবারও অভিযোগ আনা হতে পারে।

ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিসের মুখপাত্র নিকোলাস বিয়াসে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এছাড়া, অ্যাডামসের আইনজীবী অ্যালেক্স স্পাইরোও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। সোমবার সন্ধ্যার আদালতের নথি অনুসারে এখনও মামলাটি প্রত্যাহার করার বিষয়ে বিচারক ডেল হোকে কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি।

২০২৪ সালের সেপ্টেম্বরে অ্যাডামসের বিরুদ্ধে একটি পাঁচ-দফা অভিযোগ আনা হয়। যেখানে তাকে তুরস্কের কর্মকর্তাদের কাছ থেকে ভ্রমণ সুবিধা গ্রহণ ও বিদেশি রাজনৈতিক অনুদান নেওয়ার বিনিময়ে তুরস্কের পক্ষে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়।

অ্যাডামস নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তার বিচার শুরু হওয়ার কথা  চলতি সালের ২১ এপ্রিল। জুন মাসে নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারির আগেই অনুষ্ঠিত হবে।

৬৪ বছর বয়সী অ্যাডামস বলেছেন, বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে তাকে লক্ষ্যবস্তু করেছে কারণ তিনি তাদের অভিবাসন নীতির সমালোচনা করেছিলেন।

অ্যাডামস ও বাইডেন উভয়েই ডেমোক্র্যাট। এক সময় তারা ঘনিষ্ঠ মিত্র থাকলেও ২০২২ সাল থেকে অ্যাডামস অভিবাসন সমস্যার জন্য ওয়াশিংটনের কাছ থেকে আরও বেশি তহবিল দাবি করতে থাকেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে মামলাটি বাইডেন-নিযুক্ত ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস উক্ত মামলাটি দায়ের করেছিলেন।

তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডামসের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্প বলেছিলেন যে তিনি অ্যাডামসকে ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন।

বর্তমানে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে এবং বহিষ্কারের হার বাড়াচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত