মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

জুলাই আন্দোলন নিয়ে আজ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম

গত বছরের জুলাই–আগস্টে তৎকালীন সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর)।

জাতিসংঘ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় জেনেভার প্যালেস দেস নেশন–এই সংবাদ সম্মেলন করা হবে। জেনেভায় স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ২টা ৩০ মিনিট) এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য দেবেন।

জানা গেছে, জুলাই আগস্টে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সেটাতে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

এর আগেও, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করেছে জাতিসংঘ। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম। গত জুলাই-আগস্টে কোটাবিরোধী আন্দোলনে, নির্বিচার গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের অভিযোগ ওঠার পরপরই জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়ে আসছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত