ভোলায় গরু চোর সন্দেহে দুই যুবককে গনপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোর রাতে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ভূঁইয়া বাড়ির দরজায় গরু চুরির সন্দেহে স্থানীয়দের পিটুনীতে এ ঘটনা ঘটে।
নিহত মো. নয়ন তজুমদ্দিন উপজেলার বালিয়া কান্দি এলাকার নুরুল হকের ছেলে এবং নিহত মো আমির হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকায়।
স্থানীয়রা জানায়, গতকাল রাতে চার থেকে পাঁচটি ঘর চুরি করা শেষে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে গণপিটুনি দেয় তাতেই দুই চোরের মৃত্যু হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, নিহত নয়নের বাড়ি তজুমদ্দিন উপজেলায় এবং আমির হোসেনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলায়।