শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৫ পিএম

যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার আজ এখানে এসেছিলেন। এটা পূর্বনির্ধারিত ছিল। আজ আবার কাকতালীয়ভাবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে দেখা করবেন। কিছুক্ষণ পরেই এই মিটিং হবে।

তিনি জানান, ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে রুটিন আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো সম্পর্ক এবং কবে নির্বাচন হচ্ছে প্রভৃতি বিষয়গুলো সম্পর্কে তারা জানতে চেয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত