শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

জম্মু ও কাশ্মীর অঞ্চলের দখল নিয়ে প্রায়শই ছোটখাটো যুদ্ধ ও সংঘর্ষে লিপ্ত দুই চিরবৈরি দেশ ভারত ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় ফের কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

নামপ্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি জানিয়েছে, বুধবারের ঘটনায় দুই সেনা ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি চালালে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি চালায়।

এএফপির পক্ষ থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ভারতীয় সেনা কর্মকর্তারা মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। ওই অঞ্চলে আইইডি বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহতের দুদিন পর এ ঘটনা ঘটল।

২০০৩ সালে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্ত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে উভয়ই প্রায়শই একে অপরের বিরুদ্ধে এটি লঙ্ঘনের অভিযোগ করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত