ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্তের কথা জানায়। ১৯৫১ সাল থেকে এ পর্যন্ত ১১ বার মনিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো।
এর আগে গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করেন। এদিন রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র দিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান বীরেন সিং। সোমবার রাজ্যের বিধানসভায় তিনি অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে পারেন বলে জোর গুঞ্জন ছিল।
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে তলব করা হয়েছিল বীরেন সিংকে। সাক্ষাৎ শেষেই বীরেন সিং গণমাধ্যমে জানান তিনি মণিপুরে ফিরে পদত্যাগ করবেন।
প্রায় দুই বছর ধরে জাতিগত সংঘাতে মণিপুরে দুই শতাধিক মানুষ মারা যায়। শত শত বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। বাস্তুচ্যুত সহস্রাধিক মানুষ।