বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

‘আমাকে কিং ডাকবেন না, আমি এখনো সেটা হইনি’

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম

ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করা হয় অনেকদিন ধরেই। কোহলিকে যেমন ‘কিং কোহলি’ নামে ডাকা হয়, তেমনই পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবরকেও ভক্তরা ‘কিং’ বলে সম্বোধন করে। তবে নিজেকে সেই জায়গায় দেখছেন না বাবর। তাকে ‘কিং’ বলে ডাকতে বারণও করেছেন।

বাবরের ফর্ম অনেকদিন ধরেই ভালো যাচ্ছে না। মাঝে দল থেকে বাদও পড়েছিলেন। চলতি ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে বাবর করেছেন ১০ ও ২৩ রান। প্রোটিয়াদের বিপক্ষে বুধবার রেকর্ড গড়া জয়ের পর ভক্তদের উদ্দেশ্যে বাবর বলেন, ‘প্রথমত, আমাকে “কিং” নামে ডাকা বন্ধ করুন। আমি এখনো তা হইনি। দেখা যাক, অবসরের পর মানুষ আমাকে কী নামে ডাকে।’

ওয়ানডে ক্যারিয়ারের সিংহভাগ সময় তিনে ব্যাটিং করেছেন বাবর। কিন্তু দলের প্রয়োজনে এখন তাকে খেলতে হচ্ছে ওপেনিংয়ে। নিজের পজিশনে এই পরিবর্তন নিয়ে বাবর বলেছেন, ‘ওপেনিং আমার জন্য নতুন পজিশন এবং দলের চাহিদা অনুযায়ী আমি এই দায়িত্ব নিয়েছি।’

বাবর আজমের চিন্তা এখন ফর্ম ফিরে পাওয়া নিয়ে। অতীতের সাফল্য নিয়ে তিনি পড়ে থাকতে চান না। খারাপ সময়ক কাটিয়ে ওঠাই তার লক্ষ্য, ‘আমি অতীত নয়, বর্তমানে দৃষ্টি দিচ্ছি। যদি আগের পারফরম্যান্স নিয়ে পড়ে থাকি, তাহলে সেটা আমার ভবিষ্যতকে বাধাগ্রস্ত করবে। প্রত্যেকটি নতুন দিন নতুন পরিকল্পনা এবং মানসিকতা নিয়ে আসে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত