বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বাউফলে ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ এএম

পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহার ভুক্ত আসামি আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ ছাড়া অজ্ঞাত নামা আসামি হিসেবে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১০ জন গ্রেপ্তার হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত