ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর শুরুর দিনক্ষণ পিছিয়ে যেতে পারে। ঘোষণা অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে আইপিএল শুরুর কথা। তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একদিন পিছিয়ে ২২ মার্চ শুরু হতে পারে আইপিএল। সূচি থাকবে আগের মতোই।
গত মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসইআই) ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছিলেন, এবারের আইপিএল ২১ মার্চ থেকে শুরু হবে। ফাইনাল হবে ২৫ মে। তবে বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম দাবি করছে, ২১ মার্চের বদলে একদিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে আইপিএল। তবে ফাইনাল হতে পারে ২৫ মে।
গত বছরের শেষ দিকে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলি ৬৩৯.১৫ কোটি রুপি খরচ করেছিল। লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটি রুপিতে কিনেছে রিশাভ পান্তকে। এখন রিশাভাই আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। এছাড়া পাঞ্জাব ২৬.৭৫ কোটি রুপিতে কিনেছে শ্রেয়স আয়ারকে।